"মাত্র ৪৪০ টাকায় প্রবেশ ও খlবlরসহ সারাদিন - জিন্দা পার্ক" Zinda Park
Sabbirul Alam (Sabbir) Sabbirul Alam (Sabbir)
377 subscribers
996 views
28

 Published On Premiered Oct 3, 2024

#travel #vlogs #explore #vlog #bangladesh #tour #tourism #like #share #subscribe #likemychannel #vlogger #beautiful #beautifulnature #foryou #nature

😊 প্রথমবার কবিতা আবৃত্তি করলাম 😊

Entry fee 150tk + Lunch 290tk = 440tk


জিন্দা পার্ক

জিন্দা পার্ক বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত একটি বিনোদন পার্ক ও অবকাশ যাপন কেন্দ্র। পার্কটির আয়তন ১০০ বিঘা (৩৩ একর)।[১] পার্কটি নারায়ণগঞ্জ জেলার অন্যতম একটি আকর্ষণস্থল।[২]

অবস্থান
জিন্দা পার্ক বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় দাউদপুর ইউনিয়নে অবস্থিত। রাজধানী ঢাকা থেকে ৩৭ কিমি দূরে নতুন স্যাটেলাইট শহর পূর্বাচলের উত্তর-পূর্ব কোণে ঢাকা ইস্টার্ন বাইপাস সড়কঘেঁষে এই পার্কটি অবস্থিত। উত্তরে ও পূর্বদিকে একটি ছোট হ্রদ একে ঘিরে রেখেছে।

ইতিহাস
“অগ্রপথিক পল্লী সমিতি” ১৯৮০ সালে যাত্রা শুরু করে। এই সংগঠনের উদ্যোগে ১৯৮১ সালে পার্কটি প্রতিষ্ঠিত হয়।[৩]পার্কটির আয়তন ১০০ বিঘা, যার মধ্যে ৬০ বিঘা জায়গা প্রদান করেন তবারক হোসাইন কুসুম। শুরুতে এর নাম শান্তিকাননদেওয়া হয়, পরে নাম পরিবর্তন করে জিন্দা পার্ক নামকরণ করা হয়।[১] শুরুতে একটি বিদ্যালয় এবং অফিস স্থাপনের মাধ্যমে কাজ শুরু হয়। পর্যায়ক্রমে পাঠাগার, স্বাস্থকেন্দ্র, মসজিদ ইত্যাদি গড়ে ওঠে।
১৯৯৫ সালে রাজউক তার পূর্বাচল প্রকল্পের জন্য জিন্দা পার্ক এলাকাটি অধিগ্রহণ করে।[১] তারপর বেশ কয়েকবার রাজউক ও গ্রামবাসীর মধ্যে দখলচেষ্টা ও প্রতিরোধের ঘটনা ঘটে। বিষয়টি আদলতেও নেওয়া হয়। শেষ পর্যন্ত রাজউক ‘অধিগ্রহণবলে জমির মালিক রাজউক/প্রতিষ্ঠা, পরিচালনা ও উন্নয়নে অগ্রপথিক কল্যাণ সমিতি’ লিখে একটি সাইনবোর্ড লাগায়।[১] ২০১৪ সালের ২৭ ফেব্রুয়ারি পুলিশ জিন্দা পার্ক থেকে লোকজনকে সরানোর চেষ্টা করলে বিক্ষোভের সৃষ্টি হয়।[৪] জিন্দা পার্কের নাম তখন “রাজউক জিন্দা পার্ক” রাখা হয়। একই বছর অগ্রপথিক পল্লী সমিতি আবার পার্কটি এলাকাটি অধিগ্রহণ করে ও নাম পরিবর্তন করে জিন্দা পার্ক রাখে।[৫]

বর্ণনা
জিন্দা পার্ক প্রায় ৩৩ একর জায়গাজুড়ে বিস্তৃত। এখানে প্রায় ২৫০ প্রজাতির প্রায় ২৫ হাজার গাছ রয়েছে। পাঁচটি জলাধার রয়েছে, যা মোট জায়গার ২৫ শতাংশ।[১] আছে বৃক্ষ-ঘর, টিলা, ফুলের বাগান এবং হ্রদের ওপর ব্রিজ। এছাড়া বিদ্যালয়, মসজিদ, পাঠাগার, কটেজ, অফিসসহ বেশ কয়েকটি স্থাপনা রয়েছে।

জিন্দা পার্কে কীভাবে যাবেন?
ঢাকা থেকে জিন্দা পার্কে যেতে আধাঘণ্টার কিছু বেশি সময় লাগে। আপনি সহজেই কুড়িল বিশ্বরোড থেকে জিন্দা পার্কে পৌঁছাতে পারেন। অথবা, গুলিস্তান ও টঙ্গী-গাজীপুর থেকেও জিন্দা পার্কে যেতে পারেন।

*কুড়িল বিশ্বরোড থেকে জিন্দা পার্কে যাওয়ার পদ্ধতি*
কুড়িল বিশ্বরোড থেকে এই পার্কে যেতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

*ধাপ #১:* প্রথমে, কুড়িল বিশ্বরোড থেকে একটি বিআরটিসি বাসে উঠুন। এই বাসগুলো ৩৫ মিনিটের মধ্যে কাঞ্চন বাসস্ট্যান্ডে পৌঁছে যাবে। বাসের ভাড়া জনপ্রতি প্রায় ৩৫ টাকা হবে।

*ধাপ #২:* একবার কাঞ্চন বাসস্ট্যান্ডে পৌঁছালে, ব্যাটারি চালিত একটি অটোরিকশা নিয়ে জিন্দা পার্কের মূল ফটকে যেতে পারেন। এই পরিবহনের ভাড়া জনপ্রতি প্রায় ২০ টাকা হবে।
অথবা, পুরো যাত্রাটি রিজার্ভ করতে চাইলে প্রায় ১৫০ টাকা দিতে হবে।

#Grateful to Romantic Spanish Guitar 1 for using nice music.
Erik Vargas

show more

Share/Embed