ধানের ক্ষতিকর পোকা-মাকড়: আক্রমণের লক্ষণ ও দমন পদ্ধতি। কৃষিবিদ আবু তৌহিদ। Learning Agriculture
Learning Agriculture Learning Agriculture
380 subscribers
2,732 views
40

 Published On Aug 13, 2024

ধানের ক্ষতিকর পোকা-মাকড়: আক্রমণের লক্ষণ ও দমন পদ্ধতি। কৃষিবিদ আবু তৌহিদ। Learning Agriculture
কথায় আছে, বোকার ফসল পোকায় খায়। পোকা-মাকড় সঠিকভাবে দমন না করতে পারলে কৃষক ফসল ঘরে তুলতে পারবে না। ধানের কিছু ক্ষতিকর পোকা যেমন-মাজরা পোকা, পামরি পোকা, গলমাছি, গান্ধি পোকা, বাদামী গাছফড়িং/কারেন্ট পোকা, শীষকাটা লেদা পোকা, ইত্যাদি পোকা ধানের প্রধান শত্রু। পোকার আক্রমণ হলেই কীটনাশক ব্যবহার করা যাবে না। পরিবেশ রক্ষা করে পোকা দমন করতে হবে। পোকা-মাকড় যেমন ফসলের ক্ষতি করে তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষাও করে। এজন্য জৈবিক, যান্ত্রিক উপায়ে এবং আধুনিক চাষাবাদ পদ্ধতির মাধ্যমে পোকা দমন করার পরও যদি আক্রমণ না কমে তবেই কেবল কীটনাশক ব্যবহার করতে হবে। ভিডিও দেখে ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানার ব্যবস্থা করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। কোনোকিছু জানার থাকলে লিখতে পারেন। ধন্যবাদ।
কৃষিবিদ ড. আবু তৌহিদ


আলোচনার বিষয়বস্তু---
ধানের ক্ষতিকর পোকামাকড়ের নাম
মাজরা পোকার আক্রমনের লক্ষণ ও দমন পদ্ধতি
পামরি পোকার আক্রমনের লক্ষণ ও দমন পদ্ধতি
গলমাছির আক্রমনের লক্ষণ ও দমন পদ্ধতি
গান্ধি পোকার আক্রমনের লক্ষণ ও দমন পদ্ধতি
ধানের শীষকাটা লেদাপোকার আক্রমনের লক্ষণ ও দমন পদ্ধতি

আলোর ফাঁদ/হাতজাল ব্যবহার/পাখি বসার ব্যবস্থা করা/ধানের নাড়া পুড়িয়ে ফেলা/ ডিমের গাদা সংগ্রহ করে ধ্বংস করে পোকা দমন, ইত্যাদি অনেকভাবে পোকা দমন করলে রাসায়নিক কীটনাশক প্রয়োগ করার প্রয়োজন হয় না।

rice pest
stem borer
gall midge
rice hispa
sting bug
brown plant hopper
rice ear-cutting caterpillar
#ipm
#pestcontrol

show more

Share/Embed