মাছের দৈনিক খাবার তৈরি করুন এবার নিজের ঘরেই। মাছ চাষ। মাছের জৈব খাবার।Fish feed।Macher khabar toiri.
Bengal Krishi Tv Bengal Krishi Tv
40.2K subscribers
103,315 views
2.5K

 Published On Feb 7, 2022

মাছের দৈনিক খাবার এর মধ্যে যে যে সামগ্রী লাগবে সেটা হল-
________________
রাইস ব্রান/ডিয়র্বি।
সরিষার খইল / বাদামের খইল।
ভুট্টার আটা।
গমের আটা।
সোয়াবিন এর ভুসি / আটা।
গমের ভুসি।
শুঁটকি মাছের গুড়ো।
সাথে সেদ্ধ আলু ও দিতে পারেন।
আখের চিটা গুর।
বেকারী কাঁচা ইস্ট।

সব উপকরণ এর মধ্যে ৫ থেকে ৬ রকম উপকরণ
মিশিয়ে খাবার তৈরি করবেন। ও সপ্তাহে একটু করে পরিবর্তন করবেন খাবারের ৫ -৬ রকমের খাবার এর মধ্যে কোনো একটা জিনিষ বাদ দিয়ে অন্য একটা উপকরণ যোগ করবেন ঐটা ২ সপ্তাহ পর পর করবেন। খাবার রাতে ভিজিয়ে রেখে দেবেন পরিমাণ মতো জল দিয়ে !মনে রাখবেন পুকুরে দেওয়ার সময় যেনো মিশ্রণ টি একটু শক্ত মানে কাদা কাদা ভাব থাকে ! মিশ্রণ বেশি পাতলা হয়ে গেলে পুকুরের জলে গুলে গিয়ে খাবার নষ্ট হতে পারে। একটু হাতে করে খাবার টা গোল গোল মনের বলের মত গোল করে পুকুরের চারি পাশে ছড়িয়ে দেবেন। অথবা কোনো ছিদ্র ওলা বস্তা তে বেঁধে পুকুরে অর্ধেকটা ডুবিয়ে রেখে দেবেন কোনো একটা বাঁশ এ বেঁধে।
এইভাবে ৩ মাস চালিয়ে যাবেন ৩ মাসে মাছের ওজন ১ কেজি হতে বাধ্য। সাথে মাসে ২ বার করে আমার ঐ ডোজ টা অবশ্যই ব্যাবহার করবেন আমার চ্যানেল এ সেই ভিডিও টা পেয়ে যাবেন। ঐটা দিলে খাবারের খরচা আরও কমে যাবে। ধন্যবাদ আশা করি সমস্ত তথ্য দিতে পেরেছি আপনাদের।🙏

মাসে ২ বার যে ডোজ টা দিতে বলেছি তার লিংক

   • বড়ো মাছের সেরা খাবার। মাত্র ১৭ টাকা ...  

show more

Share/Embed