সবজির পোকাকে বোকা বানাও। সেক্স ফেরোমন ফাঁদ । হলুদ আঠালো ফাঁদ। Yellow sticky trap
Krishibid Moshiur Krishibid Moshiur
1.68K subscribers
898 views
27

 Published On Jul 13, 2023

পুরুষ পোকাকে আকৃষ্ট করার জন্য স্ত্রী পোকা কর্তৃক এক ধরনের রাসায়নিক পদার্থ নির্গত হয় যা সেক্স ফেরোমন নামে পরিচিত। কুমড়াজাতীয় ফসলে এ পদ্ধতির চমকপ্রদ কার্যকারিতার জন্য কৃষকদের মধ্যে এটি জাদুর ফাঁদ নামে পরিচিত।
বিভিন্ন কুমড়াজাতীয় ফসল যেমন- মিষ্টি কুমড়া, চাল কুমড়া, শসা, ঝিঙা, করলা, কাঁকরোল, চিচিঙা, উচ্ছে, ধুন্দল, তরমুজ, পটল, বাঙ্গি ইত্যাদি ফসলের মাছি পোকা দমনের জন্য উক্ত ফেরোমন টোপ অত্যন্ত কার্যকরী। উচ্চ ফাঁদ তৈরির জন্য একটি টোপ, একটি বারি ফাঁদ, তার, গুঁড়া সাবান, পানি, বাঁশের খুঁটি ইত্যাদি উপকরণ প্রয়োজন।

জমিতে প্রতি ১২-১৫ মিটার দূরে দূরে বর্গাকারে ফেরোমন ফাঁদ স্থাপন করতে হবে।
প্রতি ৩ শতাংশ জমির জন্য ১টি ফাঁদ ব্যবহার করা উচিত।


কৃষি বিষয়ক যেকোনো পরামর্শের জন্য যোগাযোগ করুন-

কৃষিবিদ মোঃ মশিউর রহমান
বিসিএস (কৃষি)
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

Email: [email protected]
Facebook: www.fb.com/moshiur.sau10

show more

Share/Embed