হাজার বছরের বটগাছ। ডাল কাটলেই হবে মৃত্যু। বনবিবির বটগাছ দেবহাটা, সাতক্ষীরা। WB
White BRO White BRO
1.55K subscribers
86 views
8

 Published On Jul 13, 2024

হাজার বছরের বটগাছ। ডাল কাটলেই হবে মৃত্যু। বনবিবির বটগাছ দেবহাটা, সাতক্ষীরা। WB
বনবিবির বটগাছ - দেবহাটা, সাতক্ষীরা | Bonbibir botgach
সাতক্ষীরা জেলা শহর থেকে মাত্র ২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে গেলেই বাংলাদেশ-ভারত সীমান্তের ধারঘেষে উপজেলা দেবহাটার অবস্থান। এর প্রাণকেন্দ্রেই আছে হাজার বছরের এই বটবৃক্ষ। স্থানীয়ভাবে এই স্থানটি বটতলা কিংবা বনবিনি তলা নামে পরিচিত। লোক্মুখে প্রচলিত আছে, অতীতে সাধু-সন্ন্যাসীরা এই বিশাল বটের ছায়ায় ধ্যানে মগ্ন থাকতেন। দেব-দেবীর পূজা-অর্চনা করতেন। আবার অনেকে মনের কামনা পূরণে নির্জনে এসে বনবিবিকে মনের কথা শোনাতেন। তবে কালের বিবর্তনে এখন আর কোনো সাধু-সন্ন্যাসীকে এখানে দেখতে পাওয়া যায় না। বনবিবির বটগাছের এই বিশাল আকৃতির পিছনে লুকিয়ে আছে স্থানীয়দের একটা প্রচলিত বিশ্বাস। স্থানীয়রা মনে করেন এর ডাল বা কোন অংশ কাটলে বিপদ হতে পারে। লোক মুখে অনেকের বিপদের কাহিনী প্রচলিত আছে এখানে। এর ফলে কোন রকম বাধা ছাড়াই এ বটবৃক্ষটি দিনে দিনে তার বিস্তৃতি আরো বাড়িয়ে চলেছে। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত, ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা গৌতম ঘোষের সিনেমা ‘শঙ্খচিল’র শ্যুটিংও হয়েছিল এই বনবিবির বটতলায়। । এ ছবির মূল চরিত্রে অভিনয় করেছিলেন পশ্চিমবঙ্গের অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও বাংলাদেশের কুসুম শিকদার।
দর্শক, দেশের যে কোন জায়গা থেকে এখানে আসতে পারেন। প্রথমে সাতক্ষীরা এসে, সাতক্ষীরা বাস স্ট্যান্ড থেকে সাতক্ষীরা-কালিগঞ্জের বাসে চড়ে নামবেন সখিপুর মোড়ে । ভাড়া নিবে 35-40 টাকা। সেখান থেকে ভাড়ায় চালিত অটোরিকশা সরাসরি যাওয়া যায় দেবহাটা উপজেলার বনবিবির বটতলা।


#বনবিবির_বটগাছ #বনবিবির_বটতলা #বটতলা #দেবহাটা #সাতক্ষীরা #রহস্যময়_বটগাছ #বটগাছ #মরণ_গাছ #bonobibir_botgach #bonbibir_botgach #botgach #WB #white_bro #bro #travel_vlog #newvlog #blog2024 #হাজার_বছরের_বটগাছ #ডাল_কাটলেই_হবে_মৃত্যু #wb #whitebro #wbvlogger #vlog #satkhira #vlogger #newvlogvideo #WhiteBRO

show more

Share/Embed