#nice
Swadhin News Swadhin News
15K subscribers
7,810 views
106

 Published On Apr 17, 2022

বালিয়াকান্দিতে রঙ্গিলা-৭ জাতের পেঁয়াজের বাম্পার ফলন 

সোহাগ মিয়া গোয়ালন্দ রাজবাড়ী
রঙ্গিলা-৭ জাতের হাইব্রিড জাতের পিয়াজ চাষে উন্নয়নের এক নতুন দিগন্ত খুলে গিয়াছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার  কৃষকদের সামনে৷

তারা লাভের মুখ দেখছে। দেশি পিয়াজের তুলনায় রঙিলা পিঁয়াজের ফলন চারগুণ বেশি। ঝাঁজ ও স্বাদ দেশি পিয়াজের মতই। চ্যাপ্টা গোলাকার ও আকর্ষণীয় তাম্র বর্ণ। সারা বছর স্থানীয়ভাবে সংরক্ষণ উপযোগী।

প্রতিটি পিঁয়াজের ওজন ১০০-২০০ গ্রাম। বিঘা প্রতি (৩৩শতাংশ) ফলন ২০০ মনেরও অধিক। দেশি পিঁয়াজের তুলনায় এ পিঁয়াজে লাভ বেশি।

এ জাতের পিয়াজ চাষাবাদে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি বিদেশ থেকে পিয়াজ আমদানির উপর প্রভাব কমবে। ইউনাইটেড সীড লিমিটেড সাভার তাদের নিজস্ব গবেষণায় এ জাতের পিঁয়াজ উদ্ভাবন করেছে। যা বাংলাদেশে এই প্রথম।

নতুন উদ্ভাবিত এ জাতের পিঁয়াজ সম্পর্কে মাঠ পর্যায়ের কৃষকদের ধারণা দিতে ও এ জাতের পিয়াজ বীজ চাষাবাদে উদ্বুদ্ধ করতে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের  স্থানীয় কৃষকদের নিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

কাবিল উদ্দিন মন্ডল সদস্য নবাবপুর ইউনিয়ন পরিষদ তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ বাদশা আলমগীর চেয়ারম্যান নবাবপুর ইউনিয়ন পরিষদ।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড শীড সাভার ঢাকার মার্কেটিং অফিসার আমজাদ হোসেন, মোঃ শামসুল হক উপসহকারী কৃষি কর্মকর্তা বালিয়াকান্দি, মোঃ ফারুক হোসেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা বালিয়াকান্দি প্রমুখ। 

এ অনষ্ঠানে ইউনাইটেড সিডের পক্ষে বক্তব্যে আমজাদ হোসেন  নতুন জাতের এ পিয়াজ বীজের গুনাগুন সম্পর্কে স্থানীয় কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য দেন।

এছাড়াও এ সময় স্থানীয় অন্যান্য কৃষকরা এ পিয়াজের বীজের ব্যাপারে উৎসাহ দেখায় । 

show more

Share/Embed