ব্র্যাক সিডের বারি ১৪ সরিষা, অধিক পরিমাণে ফলন, স্বল্প জীবনকাল bari sorisa -14, Success Farm
Success Farm Success Farm
55.2K subscribers
20,305 views
184

 Published On Mar 6, 2023

ব্র্যাক সিডের বারি ১৪ সরিষা, অধিক পরিমাণে ফলন, স্বল্প জীবনকাল bari sorisa -14, Success Farm

আমন ঘরে তোলার পর বেশ কিছু সময় ফাঁকা পড়ে থাকে জমি। কৃষক তো আর বসে থাকতে পারে না। আর ঘরে বসে থাকলে তো পেটে ভাত যাবে না। কারণ ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করতে হবে তাদের। তাই আমন ধান ঘরে তোলার পরপরই তারা নেমে পড়েন সেই ফাঁকা জমিতে ফসল ফলাতে।

রবি মৌসুমের বিভিন্ন জাতের ফসল লাগাতে ব্যস্ত হয়ে পড়েন তারা। এরমধ্যে অন্যতম একটি ফসল হলো সরিষা।

জমিতে চাষ দিয়ে সরিষা বীজ জমিতে বপণ করেন। এরপর যথাসাধ্য সেবাযত্ন শুরু করে দেন সরিষা চাষিরা। ব্র্যাক সিডের বারি ১৪ সরিষা, অধিক পরিমাণে ফলন, জীবন কাল ৭৫ থেকে ৮০ দিন। প্রতি বিঘায় ( ৩৩ শতকে) এই জাতের সরিষার ফলন হয়েছে ৮ থেকে ১০ মণ। "বারি ১৪" সরিষা চাষে ১ মন সরিষায় ১৬ কেজি তেল!

আপনার আশে পাশে যদি কোনো সফলতা বা ব্যর্থতার গল্প থাকে তাহলে আমাদেরকে কম্মেন্ট করে জানান, আমার ছুটে যাবো সেখানে। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবার আগে আমাদের ভিডিও পেতে বেল বাটুন অন করে রাখুন। আমাদের সাথে যোগাযোগের নাম্বার - 01715 97 22 00

এটি একটি তথ্যবহুল চ্যানেল যা আপনাকে দেখাবে যে কীভাবে একটি সফল ফার্ম প্রতিষ্ঠা করা সম্ভব।
It's an informative channel there will show you how to possible to establish a Success Farm.

web, www.successfarmbd.com
You Tube,    / successfarm  
Facebook, https://www.facebook.com/Success-Farm...

show more

Share/Embed