মিক্স খাবার,সরিষার খোল পচা,N P K, সব্জি পচা তরল সার, কি পরিমান কিভাবে গাছে ব্যবহার করবেন দেখে নিন
Green Friends Green Friends
432K subscribers
49,421 views
2K

 Published On Oct 1, 2020

#gardening_tips
Green Friends আপনাদের নিজেদের চ্যানেল।
এই চ্যানেলে গাছ সম্পর্কে ভিডিও দেওয়া হয়।

রোজ দুপুর একটায় নতুন ভিডিও থাকে আপনাদের জন্য, আপনারা অপেক্ষা করে থাকেন ভিডিও দেখার জন্য,

আমি নিজে কিভাবে বাগান করি সেটা রোজ দেখায়, এর সাথে সাথে প্রচুর মানুষ বাগান করেন তাদের অভিজ্ঞতা শেয়ার করা হয়, কারণ বাগান করতে গেলে অন এরকম ধারণা অনেক রকম নতুন অভিজ্ঞতার প্রয়োজন হয়,
যেগুলি সব সময় পড়াশোনা করে করা সম্ভব নয়। মূলত গাছের সঙ্গে যত সময় আপনি কাটাবেন ততো অভিজ্ঞতা সঞ্চয় হবে,

আজ যে ভিডিওটি আমি নিয়ে এসেছি আপনাদের প্রত্যেককে সুবিধা হবে, ভিডিও মাঝখান থেকে কেটে বা যেমনভাবে খুশি আপনি দেখতে পারেন, তবে অনেক কিছু আলোচনা করা হয় যেগুলি ভিডিওর কোন সময় শেষের দিকে কোন সময় শুরুর দিকে থাকে,

তবে কমেন্ট করার আগে আপনারা ভিডিওটি সম্পূর্ন দেখে কমেন্ট করুন।

আজকে যে ভিডিওটি আমি নিয়ে এসেছি চার ধরনের খাবার তৈরি করে কিভাবে আমরা গাছের ব্যবহার করব সেগুলো দেখিয়েছি।
যেমন সবজি পচা তরল সার 1 লিটার এর সঙ্গে 10 জল ব্যবহার করলে। সপ্তাহে দুদিন গাছের গ্রোথ খুব ভালো হবে কোন রকম খরচ হবেনা বাগান করতে গেলে।

এরপর আসি সরিষার খোল ভেজানো জল চারদিন পাঁচদিন খোল পচিয়ে 50 গ্রাম 1 লিটার জলে ভিজিয়ে, 10 লিটার জলের সঙ্গে ব্যবহার করতে হবে। সেটাও কিভাবে ভেজাবেন কিভাবে দেবেন গাছে দেখানো হয়েছে এই ভিডিওতে।


Npk 1 919 19, / 13045/005/202020/12610/এই সবগুলি পাতায় স্প্রে করার জন্য আপনারা 1 লিটার জলে তিন গ্রাম ব্যবহার করতে পারেন সকালবেলা টাইমে.

যে কোন ভিটামিন অনুখাদ্য 1 লিটার জলে 2ml ব্যবহার করবেন সকালবেলা টাইমে কোন কোন অনুখাদ্য 1 লিটার জলে 1ml ব্যবহারের কথা বলা থাকে সেগুলো কোম্পানি অনুযায়ী হয় আপনারা দেখেশুনে ব্যবহার করবেন.

ফাংগিসাইড ব্যবহার কোন কোন ফাংগিসাইড 1 লিটার জলে 1ml কোন কোন ফাংগিসাইড 1 লিটার জলের 1 গ্রাম. এগুলি সবই কোম্পানি অনুযায়ী হয়.
দুটি জিনিস এই ভিডিওতে বলা হয়েছে দেখানো হয়নি তাই ডিসক্রিপশন বক্সে আমি লিখে দিলাম.

তবে দেখাবো না এমনটি নয় অবশ্যই দেখিয়ে দেব কিছুদিনের মধ্যে.

বাগান করুন সহজে বাগান হবে সহজে যেহেতু টবের গাছ তাই খাবার দেয়ার প্রয়োজন.
টবের মাটি খাবার পাবে কোথায় গাছকে দেখে খেয়াল করে আমাদেরকে খাবার দিতে হবে পাতার সংখ্যা বাড়লে ফুলের সংখ্যা বালে কলের সংখ্যা বাড়লে খাবার দেওয়ার প্রয়োজন এগুলোকে ভাবতে হবে আমাদের. কোন রকম চিন্তা করবেননা সহজভাবে বাগান করে যান আর থাকুন ফেসবুক গ্রুপে যেখান থেকে অনেক আইডিয়া অনেক ভাবনা বাগান করতে গেলে আপনি পাবেন এবং আপনিও আরো পাঁচজনকে হেল্প করতে পারবেন.

হেল্প করা কি আনন্দ সেটা এই গ্রুপ থেকে আপনি জানতে পারবেন তাই এই গ্রুপের লিংক দিয়ে রাখলাম নিচে বেশকিছু ভিডিও লিংক দিয়ে রাখলাম যেগুলো বাগান কড়তে গেলে আপনাদের অনেকটাই সুবিধা হবে।

https://www.facebook.com/groups/28651... এইখানেেে টাচ করুন
   • কলকাতার সেরা ছাদ বাগান রেশমী দির  বাগ...   ছবির মতো সুন্দর ছাাদ বাগা ন।

Thank you 😊


SAMAR SARDAR GREEN FRIENDS

show more

Share/Embed