ভর্তুকিতে কৃষিযন্ত্র কিনতে টাকা দিয়ে প্রতারিত হবেন না// ৫০-৭০% ভর্তুকিতে কৃষিযন্ত্র-KBD ZIAUL HUDA
Kbd Engr Ziaul Huda Kbd Engr Ziaul Huda
14.2K subscribers
263 views
16

 Published On Nov 18, 2022

দেশের কৃষি ব্যবস্থা আধুনিকীকরণ ও খাদ্য নিরাপত্তা আরো সুদৃঢ় করার জন্য বাংলাদেশ সরকার ২০০৯ সাল থেকে কৃষকদের মধ্যে ভর্তুকিতে আধুনিক ক্রিষি যন্ত্রপাতি যেমন কম্বাইন্ড হার্ভেস্টার, রাইস ট্রান্সপ্লান্টার, রিপার, বেড প্লান্টার, সীডার, আলু তোলার যন্ত্র, পাওয়ার স্প্রেয়ার, ধান গম শুকানোর ড্রায়ার প্রভৃতি বিতরণ করে আসছে। উপজেলা কৃষি অফিস বিভিন্নভাবে যাচাই বাছাই করে আগ্রহী কৃষকদের আবেদনপ্ত্র কৃষি সম্পসারণ অধিদপ্তরের প্রধান কার্যালয় খামারবাড়িতে পাঠায় এবং সেখান থেকে ব্যাক্তির নামে সরাসরি যন্ত্র অনুমোদিতে হয়ে তালিকা স্ব-স্ব কৃষি অফিসে আসে। কৃষক এনলিস্টেড কৃষি যন্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠানের নিকটে থেকে তার পছন্দ অনুযায়ী মডেল নির্বাচন করে নির্দিষ্ট ভর্তুকি বাদে বাকি টাকা পরিশোধ করে যন্ত্র গ্রহণ করেন।

কিছু অসাধু ব্যাক্তিরা আমাদের সরল কৃষক ভাইদের অজ্ঞতার সুযোগ নিয়ে কৃষি যন্ত্র পাইয়ে দেবার আশ্বাশ দিয়ে তাদের কাছ থেকে টাকা নেয় ও প্রতারণা করে। তাই এই প্রতারনায় না পড়তে চাইলে উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ রাখুন।

আজকের ভিডিওটি কৃষিবিদ মেহেদি হাসান খান , উপজেলা কৃষি অফিসার, দাকোপ ,খুলনা স্যারের ফেসবুক পোস্ট থেকে নেয়া। স্যারকে ধন্যবাদ এই বিষয়টা সবার কাছে পরিস্কার করার করার জন্য। এই গুরুত্বপূর্ণ বিষয়টি যাতে সবাই জানতে পারে তাই আমরা আমদের চ্যানেলে প্রকাশ করছি।

আধুনিক কৃষি প্রযুক্তি, রোগ পোকা দমন ব্যবস্থাপনা ও কৃষি পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। আপনার প্রতি ইঞ্চি জমিতে চাষ করুন, কোন জমি পতিত ফেলে রাখবেন না।
‪@user-ib2cx3kh2g‬ ‪@agronews24‬ ‪@KrishiBazar‬ ‪@Krishi-‬ ‪@islamiyakrishi-1314‬ ‪@gmsgmostafa650‬ ‪@লালমাটিরকৃষি‬

show more

Share/Embed